বাংলাদেশের লালমনিরহাট (LALMONIRHAT) জেলা পরিচিতি
প্রশ্ন: লালমনিরহাট জেলা প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪ ।
প্রশ্ন: লালমনিরহাট জেলার আয়তন কত ?
উত্তর: ১,২৪৭৭.৩৭ বর্গ কিলোমিটার ।
প্রশ্ন: লালমনিরহাট জেলার সীমা কি ?
উত্তর: পূর্বে কুড়িগ্রাম জেলা এবং পশ্চিমে নীলফামারী ও রংপুর জেলা অবস্থিত ।
প্রশ্ন: লালমনিরহাট জেলার উপজেলার সংখ্যা কতটি ও কি কি ?
উত্তর: ৫টি- লালমনিরহাট সদর, পাটগ্রাম, আদিতমারী, কালিগঞ্জ ও হাতিবান্ধা ।
প্রশ্ন: লালমনিরহাট জেলার পৌরসভা কতটি ও কি কি ?
উত্তর: ২টি – লালমনিরহাট ও পাটগ্রাম ।
প্রশ্ন: লালমনিরহাট জেলার ইউনিয়ন কতটি ?
উত্তর: ৪৫ টি ।
প্রশ্ন: লালমনিরহাট জেলার গ্রাম কতটি ?
উত্তর: ৪৭৮ টি ।
প্রশ্ন: লালমনিরহাট জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কি ?
উত্তর: গণশিক্ষা সমিতি ।
প্রশ্ন: লালমনিরহাট জেলার নদ-নদী কি কি ?
উত্তর: তিস্তা, শিংগীমারী প্রভৃতি ।
প্রশ্ন: লালমনিরহাট জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি ?
উত্তর: তিনবিঘা কড়িডোর, দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল প্রভৃতি ।
প্রশ্ন: লালমনিরহাট জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে ?
উত্তর: ফকির মজনু শাহ, শেখ ফজলল করিম (কবি) প্রমুখ ।
প্রশ্ন: লালমনিরহাট জেলার জাতীয় সংসদের আসন সংখ্যা কয়টি ?
উত্তর: ৩টি ।